শিক্ষা মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। ব্যানবেইস-এর আওতায় প্রতিষ্ঠিত গুরুদাসপুর ইউআইটিআরসিই কার্যালয় ০২ মার্চ, ২০১৬ সালে যাত্রা শুরু করার পর গুরুদাসপুর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে এবং আধুনিক পদ্ধতিতে পাঠদান নিশ্চিত করতে ০৩ (তিন) টি মডিউলে পর্যায়ক্রমে সকল শিক্ষক-শিক্ষিকাদের ১৫ (পনেরো) দিনের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ দিয়ে আসছে। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত ০৬ (ছয়) জন প্রশিক্ষক এই প্রশিক্ষণটি পরিচালনা করেন।
UITRCE, গুরুদাসপুর ২০১৫-২০১৬ অর্থ-বছর হইতে ২০২৩-২০২৪ অর্থ-বছর পর্যন্ত মোট ৭৪ টি ব্যাচের "আইসিটি ট্রেনিং ফর টিচার্স" শিরোনামে, মোট ৪ টি ব্যাচে "হার্ডওয়ার ট্রেনিং ফর টিচার্স" শিরোনামে এবং মোট ১৪ টি "অনলাইন টিচিং এন্ড লাইভ ক্লাস ম্যানেজমেন্ট" শিরোনামে প্রশিক্ষণ সু-সম্পন্ন হয়েছে । যার মাধমে মোট ২২০৮ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে । আগামী অর্থবছরে ১০ টি ব্যাচে মোট ২৪০ জন শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে
প্রতি বছর ব্যানবেইস কর্তৃক পরিচালিত অনলাইন শিক্ষা জরিপ কর্মসূচীতে গুরুদাসপুর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রয়োজনীয় তথ্যসমূহ হালনাগাদে প্রত্যক্ষভাবে সহযোগীতা করে গুরুদাসপুর ইউআইটিআরসিই।
সিভিল রেজিস্ট্রেশন ও ভাইটাল স্ট্যাটিস্টিকস (CRVS) শীর্ষক পাইলটিং কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করে ইউআইটিআরসিই, গুরুদাসপুর। সারাদেশের ৯টি উপজেলায় এই পাইলটিং কার্যক্রম সম্পন্ন হয়। এই কার্যক্রমের সফলতার প্রেক্ষিতে সারা দেশে এটি বাস্তবায়ন করতে যাচ্ছে ব্যানবেইস।
এছাড়া ব্যানবেইস কর্তৃক পরিচালিত “এডুকেশন জিআইএস” অ্যাপ এ গুরুদাসপুর উপজেলার নতুন প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ভৌগলিক অবস্থান হালনাগাদেও ইউআইটিআরসিই প্রত্যক্ষভাবে সহযোগীতা করে।
সর্বোপরি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-য় উল্লেখিত Goal-4: Quality Education অর্জনে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সত্তা হিসেবে ইউআইটিআরসিই, ব্যানবেইস, গুরুদাসপুর কাজ করে যাচ্ছে।
এক নজরে সাম্প্রতিক বছরসমূহে ইউআইটিআরসিই, ব্যানবেইস, গুরুদাসপুর এর কার্যক্রমঃ
২০২৩-২৪ অর্থ বছরঃ
মোট প্রশিক্ষণার্থীঃ ৭ x ২৪ = ১৬৮ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস